তাপসী রাবেয়া: [২] মো.শহীদুজ্জামান বলেন, গতকাল খালেদা জিয়ার মুক্তির সুপারিশের ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় আজ দুপুরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ হতে পারে।
[৩] খালেদা জিয়ার মুক্তির বিষয়ে পরবর্তী পদক্ষেপগুলো কী জানতে চাইলে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার মুক্তির ফাইল হাতে পাওয়ার পর আমরা এ বিষয়ে একটি সার সংক্ষেপ তৈরি করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উপস্থাপন করবো।
[৪] মন্ত্রীর অনুমোদনের পরে সে ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের পর তাকে মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এরপরই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন। সম্পাদনা : খালিদ আহমেদ