রাজীব রায়হান : [২] বিশ্বজুড়ে চলছে করোনা আতঙ্ক। ঘাতক এ ভাইরাসের বিপদসঙ্কুল ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যা। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরুনো নিষেধ।
[৩] জীবনের ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তের খবর জানাতে বাংলাদেশের অনেক সংবাদকর্মী ছুটছেন রাজধানীসহ দেশের সর্বত্র। ‘আমাদের নতুন সময়’ পত্রিকার অনেকের মধ্যে অনন্য সিনিয়র রিপোর্টার শাহীন খন্দকার। প্রতিদিন তিনি খুঁজে বের করেন স্বাস্থ্য সম্পর্কিত খবর। আইইডিসিআর ও করোনাসংক্রান্ত সব অলিগলিতে তার নিত্য নির্ভীক অঙ্গীকারবদ্ধ গতায়াত। তার ব্রত, যাচাই-বাছাইয়ের পর সত্যনিষ্ঠ খবর পরিবেশনা।
[৪] শাহীন বলেন, করোনা আতঙ্কে দেশবাসী সন্ত্রস্ত। সঠিক খবর দেশের মানুষকে জানানো কর্তব্য। যেন তারা সচেতন ও সতর্ক হতে পারেন। আমার দেয়া একটা তথ্য অনেকের জীবন বাঁচাতে পারে। সেজন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলাটাও জরুরি। সম্পাদনা : হাসান হাফিজ, ভিক্টর রোজারিও