আসিফুজ্জামান পৃথিল : [২] চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবালটাইমস জানিয়েছে, দেশটির ইউনান প্রদেশে বাসে করে যাবার সময় ওই ব্যক্তি মারা যান। বাসের সকল যাত্রীকে কোয়ারেন্টাইন করে ভাইরাস পরীক্ষা করা হয়েছে। সকলের শরীরেই মিলেছে ভাইরাসের অস্তিত্ব। টাইমস অব ইন্ডিয়া, ইয়ন নিউজ
[৩] প্রধানত ইদুর থেকে এই রোগ ছড়ায় বলে জানা গেছে।
[৪] ইঁদুরজাতীয় প্রাণী থেকে ছড়ালেও তারা এই রোগে আক্রান্ত হয় না। তবে এসব প্রাণীর মুত্র, লালা ও শরীরের সংস্পর্শে এলে এই রোগ হতে পারে।
[৫] এই ভারাসের সংক্রমণ হলে কাঁপুনি, জ¦র এবং পেশিতে ব্যাথা হয়। এতে মৃত্যুর হার ৩৮ শতাংশ।
[৫] তবে এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় কিনা তা নিশ্চিত নয়। সম্পাদনা : ইকবাল খান