আসিফুজ্জামার পৃথিল : [২] রিপোর্টাস উইদআউট বর্ডারের(আরএসএফ) প্রেস ফ্রিডম ইনডেক্সে আরও জানানো হয়, ৫টি কালার ক্যাটাগরির মধ্যে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে ।
[৩] দক্ষিণ এশিয়ায় সবচেয়ে স্বাধীন ভুটানের সাংবাদিকরা। তাদের অবস্থান ৬৭। এরপর আছে মালদ্বীপ ৭৯, নেপাল ১১২, শ্রীলঙ্কা ১২৭, মিয়ানমার ১৩৯, ভারত ১৪২ ও পাকিস্তান ১৪৫।
[৪] এতে বলা হয়েছে বাংলাদেশি সাংবাদিকরা নিজেদের মত সহজে প্রকাশ করতে পারেন না। নিয়মিত নিগ্রহের স্বীকার হন তারা। বিশেষত ২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় থেকে সাংবাদিকদের তথ্য প্রকাশের অধিকার একেবারেই ভূলুণ্ঠিত হয়েছে।
[৫] গত ১ বছরে বাংলাদেশের স্কোর কমেছে ১.৩৭ পয়েন্ট। ২০১৯ সালে স্কোর ছিলো ৫০.৭৪. বর্তমানে স্কোর ৪৯.৩৭। [৬] এই তালিকায় সবার উপরে আছে নরওয়ে। [৭] এই তালিকায় সবার নিচে আছে উত্তর কোরিয়া। সম্পাদনা: ইকবাল খান