আসিফুজ্জামান পৃথিল : [৩] মঙ্গলবার এ রুল শুনানিতে এই নির্দেশনা দেন মার্কিন সুপ্রিম কোর্ট। বেশ কয়েক মাস ধরেই ডোনাল্ড ট্রাম্পের আর্থিক রেকর্ড হাতে পাবার চেষ্টা করছিলো ডেমোক্রেটরা। এই রায়ের ফলে তাদের সেই ব্যর্থ হলো। এনবিসি
[৪] ম্যানহ্যাটনের এক অ্যাটর্নি ট্রাম্পের কর রিটার্নের এই নথি পেতে সুপ্রিম কোর্টে এই আবেদন জানিয়েছিলেন। এই রায় দেন মার্কিন প্রধান বিচাটরপতি জন রবার্টস। ৯ বিচাপতির বেঞ্চ ৭-২ ভোটে ট্রাম্পের পক্ষে রায় দেন। বিবিসি।
[৫] নিউ ইয়র্কের আইনজীবিরা এই রুলকে বিজয় দাবি করে বলছেন, প্রেসিডেন্ট দায়মুক্তি পাননি এটি সংবিধানের বড় ধরণের বিজয়। সিএনএন।
[৬] এই রায়ের পর জো বাইডেন বলেছেন, কোনও সৎ রাজনীতিবীদ নিজের আয়কর রিটার্ন গোপন করেন না। বাইডেন দাবি করেছেন, তিনি নিজের ২১ বছরের কর রিটার্ন প্রকাশ্য করেছেন। সম্পাদনা: ইকবাল খান