আসিফুজ্জামান পৃথিল : [২] পশ্চিমবঙ্গেও বিজেপি জিততে পারে এই ধারণা সবার মনে যিনি গাঁথতে সক্ষম হয়েছেন তিনি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। উত্তর দিনাজপুর থেকে উঠে আসা এই নেতা এবং তাদের সমর্থকরা তাই মনে করেন তিনিই মুখ্যমন্ত্রী পদে বিজেপির যোগ্যতম প্রার্থী। তবে দিলিপ ঘোষকে মনোনয়ন না দিলে সৌরভ গাঙ্গুলি মনোনয়ন পেতে পারেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহের সঙ্গে সৌরভের সম্পর্ক অত্যন্ত ভালো। পশ্চিমবঙ্গে তিনি জনপ্রিয়ও। আনন্দবাজার।
[৩] মনোনয়নের জন্য শোনা যাচ্ছে বাবুল সুপ্রিয়র নামও। এই সঙ্গিতশিল্পী ও টানা দুই বারের কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিজেপিকে শক্তিশালী করতে যথেষ্ঠ ভুমিকাও রেখেছেন। [৪] শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাদ্যায়ের মন্ত্রিসভার সদস্য শুভেন্দু অধিকারীর নাম। বিজেপি তাকে তৃণমূল থেকে ভাগিয়ে এনে মুখ্যমন্ত্রীর লোভনীয় পদ দিতে চাইবে বলেও গুঞ্জণ রয়েছে। [৫] বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, দিলিপ অথবা সৌরভের একজনই পাবেন বিজেপির মনোনয়ন। সম্পাদনা: ইকবাল খান