আনিস তপন: [৩] বর্তমানে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮২ হাজার। নতুন তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে এই তালিকা বাতিল হয়ে যাবে, মুক্তিযোদ্ধারা নতুন সিরিয়াল নম্বর পাবেন। তা না হলে ভুল বোঝাবুঝি হতে পারে।
[৪] মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, আগামী ৯ জানুয়ারী সংশোধিত বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করবে সারাদেশের উপজেলা কমিটি। বেসামরিক গেজেটভুক্ত প্রায় ৪০ হাজার মুক্তিযোদ্ধার তালিকা পাঠানো হয়েছে। তারা নিজেদের প্রমাণ করতে পারলে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হবেন। এ ধারা অব্যাহত থাকবে। [৫] যুদ্ধাহত, শহীদ, সেনা, পুলিশসহ আরো কিছু গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্ত হয়নি। তারাও যদি প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন, গেজেটভুক্ত হবেন।
[৬] মন্ত্রী আকম মোজাম্মেল হক জানান, সরকারের কাছে আরও কিছু আবেদন আছে। তারা উপজেলা যাচাই-বাছাইয়ে ক ও খ শ্রেণিতে তালিকাভুক্ত হয়েছেন। সবার যাচাই-বাছাই শেষ হয়নি। এই প্রক্রিয়ায় যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন তারাও পরবর্তীতে গেজেটভূক্ত হবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব