মনিরুল ইসলাম: [২] সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন সভায় এ সম্মাননা প্রদান করা হয়। [৪] সম্মাননাপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধারা হলেন- শমিলা বেগম, দীপা দেবী, ফিরোজা বেগম, সালেহা খাতুন, আশা তালুকদার ও তাহমিনা খানম।[৫] ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বঙ্গবন্ধু স্যাটেলাইট) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। [৬] প্রধান অতিথি বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফেরার মধ্য দিয়ে স্বাধীনতা পরিপূর্ণ হয়। তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার আহ্বান জানান। সম্পাদনা : সমর চক্রবর্তী