বাশার নূরু: [৩] মুসলিম বিশ্বের এই প্রথম কোনো দেশের সরকার একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করছে। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হবে। [৪] প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. নজিবর রহমান বলেন, আগামী এপ্রিলে ৫০, সেপ্টেম্বরে ৬০ এবং মুজিব বর্ষের শেষ ভাগে ডিসেম্বর মাসে আরও ৬০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুই বছরের মধ্যে মসজিদগুলোর কাজ সম্পন্ন হবে। [৫] প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, এটি একটি কমপ্লিট মসজিদ এবং পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কি না আমরা জানি না। এটি একটি অনন্য এবং যুগান্তকারী ঘটনা আমরা বলবো। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু