ওয়ালিউল্লাহ সিরাজ: [২] হারামানইন শরিফাইন পরিচালনা পরিষদের সভাপতি আবদুর রহমান আল-সুদাইসি রোববার কোভিডের টিকা নিয়েছেন।
[৩] হারামাইন শরিফাইনের ফেকবুক ও টুইটার পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি কোভিড ভ্যাকসিন নিচ্ছেন।
[৪] গত সপ্তাহতে এক বিবৃতিতে সুদাইসি বলেন, পবিত্র মক্কা ও মদিনা শরিফ আসতে আগ্রহীরা কোভিড ভ্যাকসিন নিন। আপনি সুস্থ থাকুন, অন্যদেরও সুস্থ রাখুন। আল আরাবিয়া
[৫] সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল আশ শেখ বলেন, রমজানে কোভিড ভ্যাকসিন নিলে রোজা ভঙ্গ হবে না। [৬] দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়া বলেন, হজ ও ওমরা পালন করতে চাইলে অবশ্যই টিকা নিতে হবে। সম্পাদনা: রায়হান রাজীব