আসিফুজ্জামান পৃথিল: [৩] সোমবার সকালে গাজা উপত্যকায় আরও এক দফা বড় ধরনের আকাশ হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় পুরো গাজা সিটি বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে। এই হামলা ছিলো রোববারের হামলার চেয়েও বড়। সে হামলায় নিহত হন ৪২ ফিলিস্তিনি। গত ৮ দিনের হামলায় আহত হয়েছেন ১৩শর বেশি ফিলিস্তিনি। আল-জাজিরা
[৪] রোববার বাংলাদেশ সময় রাতে সমস্যা সমাধানে বসেছিলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কিন্তু কোনও ধরনের যৌথ বিবৃতি প্রদানে ব্যর্থ হয় পরিষদ। এজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন।
[৫] এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন উভয় পক্ষকেই বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তবে, তিনি আবারও সব সমস্যার জন্য হামাসকেই দায়ী করেন। তবে তার দাবী অনুসারে, যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে নিবিড়ভাবে কাজ করে চলেছে। এপি
[৬] গাজাভিত্তিক সাংবাদিক ইউমনা আল সাইদ জানিয়েছেন, আহতদের জায়গা দিতে পারছে না আল-শিফা হাসপাতাল। তিনি জানান, হাসপাতালের করিডোরেও জায়গা নেই। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। জেনারেটর চালানোর মতো জ¦ালানিও নেই।
[৭] ইসরায়েলের নৃশংস আগ্রাসনের জবাবে ফিলিস্তিন থেকে নিয়মিতই রকেট হামলা চালানো হচ্ছে। আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে যে হারে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা হচ্ছে, তা দেখে বিস্মিত ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী রোববার স্বীকার করেছে, এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চ হারে রকেট হামলার মুখে পড়েছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব