মিনহাজুল আবেদীন: [২] শেখ হাসিনা আরো বলেছেন, জাতিসংঘ সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি স্থায়ী বৃক্ষ রোপণ করা হয়েছে। তার নিচে একটি বেঞ্চ স্থাপন করা হয়েছে।
[৩] তিনি বলেন, জাতিসংঘের সদর দপ্তরে কোনো রাজনৈতিক নেতার জন্য এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। কারণ জলবায়ু পরিবর্তন বিষয়ে আমরা আলোচনা করি, বৃক্ষরোপণ আমাদেরও লক্ষ্য। বাংলাদেশে আমরা সেটি করে যাচ্ছি। [৪] সোমবার বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সম্পাদনা: সম্পাদনা : খালিদ আহমেদ