লিহান লিমা: [২]রাণী বলেন,আমি কপ২৬ সম্মেলন সম্পর্কে শুনেই আসছি। কিন্তু এখনো জানি না কারা কারা আসছেন। আমার কোনো ধারণা নেই। কারা আসছেন না আমরা শুধু তা জানি। এটি খুব বেশি আশাব্যঞ্জক হবে না।[৩]রাণীর এই কথাগুলো ভিডিও ফুটেজে প্রকাশ করে ওয়েলশ পার্লামেন্ট। রাণীকে বলতে শোনা যায়,তারা যখন কথা বলে সেটি সত্যিই অনেক বিরক্তিকর। তারা বলে কিন্তু কাজ করে না। সম্পাদনা:আসিফুজ্জামান পৃথিল