রাশিদুল ইসলাম: [২] ভারতের কেন্দ্রীয় সরকার বিএসএফের এখতিয়ার বৃদ্ধি বন্ধে রাজি না হলে খুব শীঘ্রই বিধানসভার অধিবেশন ডাকা হবে বলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ওই ইস্যুতে পাঞ্জাব সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। পারসটুডে
[৩] হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর জানিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বলেন, বিএসএফের এখতিয়ার বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেও তিনি উত্তর দেননি। সাক্ষাতের সময় দেননি। বিএসএফের ৫০ কিলোমিটার এলাকা পর্যন্ত এখতিয়ার বৃদ্ধি অবিলম্বে বাতিলে কেন্দ্রীয় সরকার রাজি না হলে খুব শীঘ্রই বিধানসভার অধিবেশন ডাকা হবে। সম্পাদনা: খালিদ আহমেদ