ফাহাদ ইফতেখার: [২] যখন সাংবাদিকরা প্রায়শই অনলাইনে পাওয়া মিথ্যা তথ্যের মোকাবিলা করতে তাদের নিউজরুম থেকে বেরিয়ে আসেন তার প্রশংসা করেন পোপ ফ্রান্সিস। ইন্ডিয়া নিউজ রিপাবলিক
[৩] সংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, গির্জার কী ভুল ছিলো তা আপনারা বলেছেন। আর বিষয়টি যাতে দৃষ্টির আড়ালে না যায় সে ব্যাপারে সহায়তা করেছেন। আপনারা আজ যে আওয়াজ তুলেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
[৪] পোপ ফ্রান্সিস দুই প্রবীণ সংবাদদাতা, রয়টার্সের ফিলিপ প্লুরেরা এবং মেক্সিকোর ভ্যালেন্টিনা আরাজুলাকিকে সম্মান জানানোর অনুষ্ঠানে এসব কথা বলেন। সম্পাদনা : মোহাম্মদ রকিব