মাহিন সরকার: [২] দুর্দান্ত এক টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন সেমিফাইনালে শেষ করে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গত শনিবার বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে একটি বালিশ বহন করতে দেখা গেছে।
[৩] বাংলাদেশ সফরেই শুধু নয়, পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরেও নিজের প্রিয় বালিশ সঙ্গে নিয়ে গেছেন তিনি। জানান পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদেস। [৪] তিনি বলেন, সব জায়গায় ওর বালিশ নিয়ে যাওয়ার কারণটা খুব সাধারণ। সম্পাদনা: হাসান হাফিজ