লিহান লিমা: [২]ওয়াশিংটন ডিসির ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল’ বিক্রি করতে মিয়ামি ভিত্তিক বিনিয়োগ সংস্থা সিজিআই মার্চেন্ট গ্রুপ এর সঙ্গে চুক্তি করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। মার্চেন্ট গ্রুপ লিজ অধিগ্রহণের জন্য ইতোমধ্যেই ৩৫ মিলিয়ন ডলারের চুক্তি করেছে।
[৩] হোয়াইট হাউস থেকে অল্প কিছু দুরুত্বেই অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ট্রাম্প সমর্থক এবং বিদেশি ভিআইপিদের জনপ্রিয় সমাবেশস্থল। জানা গেছে, সিজিআই হোটেলের নাম পরিবর্তন করবে। তারা হিলটন ওয়ার্ল্ডওয়াইট হোল্ডিংসের সঙ্গে হোটেল পরিচালনা এবং নতুন নামের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।
[৪] ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ওয়াশিংটন মনুমেন্টের পর শহরের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। ২০১৩ সালে ট্রাম্পের রিয়েল এটেস্ট কোম্পানিকে ৬০ বছরের জন্য লিজ দিয়েছিলো মার্কিন সরকার। সম্পাদনা : মোহাম্মদ রকিব