রাহুল রাজ:[২] মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম দিন সকাল সাড়ে ১০টায় অনুশীলন শুরু করে পাকিস্তান দল। [৩] পাকিস্তান দল মাঠে ঢুকে প্রথমে মাটিতে তাদের দেশের পতাকা পুঁতে দেয়। এর আগে এমন দৃশ্য মিরপুরের একাডেমি মাঠে দেখা যায়নি।
[৪] বাংলাদেশ দলে কামরুল ইসলাম, জুবায়ের হোসেন, তৌহিদ হৃদয়, পারভেজ ইমনসহ বেশ কয়েকজন অনুশীলন করলেও মুশফিক যোগ দেন নি। অনুশীলন তো দূরের কথা ওয়ার্মআপ কিংবা ফিল্ডিং অনুশীলনও করেননি রহিম।
[৫] গুঞ্জন আছে, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকছেন না মুশফিক। টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন। তাই দলের বাইরে একাকী অনুশীলন করে যাচ্ছেন মুশফিক। সম্পাদনা: হাসান হাফিজ।