রাশিদুল ইসলাম: [২] বোরকা ছেড়ে পশ্চিমা পোশাক, মেকআপ ও ডাই করা চুলে সাক্ষাৎকার দিয়ে হৈ চৈ ফেলে দেওয়ার পর তার তাঁবুতে আগুনে বোমা হামলার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। সিরিয়ার উত্তরাঞ্চলে আল-রজ ক্যাম্প ছেড়ে যেতে শামীমা আইনজীবীর শরণাপন্ন হয়েছেন। ডেইলি মেইল
[৩] শামীমার জিহাদি ডাচ স্বামী ইয়াগো রিডিজগ জিম্মিদের মাথা কেটে হত্যা বা আটক নারীদের জোরপূর্বক যৌনতায় ব্যবহারের নিন্দা জানাতে অস্বীকার করেন।
[৪] গত সেপ্টেম্বরে গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে শামীমা সাক্ষাৎকারে জিহাদিদের সমালোচনা করেন। এরপর আইএস জঙ্গিরা তার পেছনে লাগে। [৫] ২০১৯ সালে ব্রিটেন জঙ্গিদের সঙ্গে যোগ দেওয়ার কারণে শামীমার নাগরিকত্ব বাতিল করে। সম্পাদনা: হাসান হাফিজ