ইমরুল শাহেদ: আলোচিত নায়িকা অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ। আশুলিয়ায় অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে শুধু জন্মদিন পালন নয়, ব্যবসায়িক বিষয়ে নতুন একটা ঘোষণা দেবেন বলে নিমন্ত্রণ মেসেজে উল্লেখ করেছেন। নতুন এই প্রকল্পটি কী সে বিষয়ে তিনি কিছু বলেননি। তবে আত্মীয়-স্বজন, পরিবার ও বন্ধু-বান্ধব অর্থাৎ যাদের সঙ্গে চলে তিনি বেড়ে উঠেছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রি স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। স্পর্শিয়ার নিজস্ব একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। সেটির নাম কচ্ছপ। এখান থেকে ইভেন্ট, নাটক বা তথ্যচিত্রসহ বিভিন্ন নির্মাণ কাজ করা হয়ে থাকে। এছাড়া নায়িকা হিসেবে তিনি দুটি ছবিতে কাজ করেছেন। দুটি ছবিই অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত হচ্ছে। একটি হলো রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ এবং অপরটি জেডএইচ মিন্টু পরিচালিত ‘ক্ষমা নেই’।
ফিরে দেখা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রোজিনা নিজেই। তার বিপরীতে নিয়েছেন ইলিয়াস কাঞ্চনকে। কিন্তু নিরবের বিপরীতে নায়িকা কে হবেন? রোজিনা কাউকে খুঁজছিলেন। তিনি ঘরে বসেই অনেককে দেখেছেন। তার পছন্দ হয়ে গেল স্পর্শিয়াকে। জেডএইচ মিন্টু বললেন, ‘আমি স্পর্শিয়াকে চিনতাম না। যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে ছিলাম, তখন তার কিছু ছবি দেখেছি। ছবিগুলো দেখে মনে হলো মেয়েটি বেশ ভালো অভিনয় করে। তাকে নেওয়া যেতে পারে। নিজের সম্পর্কে হাসতে হাসতে স্পর্শিয়া বলেন, ‘প্যারা সব তাড়িয়ে দিয়েছি। আমি কখনো প্রেম করিনি এমন কথা বলব না। এখন কোনো প্রেম নেই। বিয়ে যখন হওয়ার হবে।’