ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ডা. আয়েশা ভেরাল বলেন, আাগামী বছর থেকে আইনের পরিপূর্ণ বাস্তবায়ন হলে ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ আর তামাক কিনতে পারবে না। বিবিসি
[৩] আয়েশা ভেরাল আরো বলেন, ২০২৫ সালের মধ্যে জাতীয় ধূমপানকে ৫ শতাংশের নিচে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ধীরে ধীরে সম্পূর্ণ রূপে তামাক নিষিদ্ধ করা হবে। গার্ডিয়ান
[৪] ইতোমধ্যে দেশটিতে দৈনিক ধূমপানের হার কমে যাচ্ছে। ২০১৮ সালে দৈনিক ধূমপান করেছে ১১.৬ শতাংশ মানুষ। আগের দশকে দৈনিক ধূমপান করার হার ছিলো ১৮ শতাংশ। অবশ্য দেশটির আদিবাসী মাওরি জনসংখ্যার মধ্যে ধূমপানের হার প্রায় ৩১ শতাংশ। [৫] অবশ্য দেশটির তরুণরা ভ্যাপিংয়ে আসক্ত বেশি। সম্পাদনা: রাশিদ রিয়াজ, সালেহ্ বিপ্লব