সালেহ্ বিপ্লব: [২] এ বছরের শুরুতে গ্রেপ্তার হয়েছিলেন, এমন চারজন নারীর সঙ্গে কথা বলেছেন বিবিসির প্রতিবেদক লারা ওয়েন ও কো কো অং। [৩] সামরিক জান্তা ক্ষমতা গ্রহণের পর বিক্ষোভের যে আগুন লাগে, তাতে বিশাল ভূমিকা রেখেছেন নারীরা। মরেছেন, মার খেয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন অনেকে।
[৪] মানবাধিকার গ্রুপগুলো বলছে, অপহরণ-গুম-নির্যাতনে কুখ্যাতি কুড়ানো সেনাবাহিনী এবার বেশি সহিংস হয়ে উঠেছে। [৫] অ্যাসিসটেন্স এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এক হিসেবে জানায়, ৮ ডিসেম্বর পর্যন্ত সামরিক জান্তার হাতে প্রাণ হারিয়েছেন ১৩১৮ বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ৯৩ জন।
[৬] এই নারীদের ৮ জন মারা গেছেন রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে, আর এদের মধ্যে ৪ জন মারা যান ইন্টারোগেশনের সময়। [৭] তবে মিয়ানমারের উপ তথ্যমন্ত্রী মেজর জেনারেল জ মিন তুন বিবিসিকে বলেন, এসব ‘ফেক নিউজ’। সম্পাদনা: খালিদ আহমেদ