নুরুল সাফায়েত: [২] বৃহস্পতিবার কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ ও সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
[৩] উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধু চত্বরে ফুল দিতে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এত কয়েকজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশংকাজনক।
[৪] জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, সাবেক সংসদ সোহরাব উদ্দিন বহিরাগতদের আমাদের ওপর হামলা করে। এতে ২ মুক্তিযোদ্ধাসহ অনেকেই আহত হয়েছেন, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করা হয়েছে। [৫] পাকুন্দিয়া থানার ওসি সারওয়ার জাহান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ