রাশিদুল ইসলাম: [২] গ্র্যামি জয়ী এই জার্মান গায়িকা অকপটে স্বীকার করেন মাত্র ১১ বছর থেকে তিনি পর্নোগ্রাফি দেখতে শুরু করেন এবং এটি তাকে প্রচ- মানসিক চাপে ফেলে দেয়। সাইরাস এক্সএমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, নারী হিসেবে, মনে করি পর্নো বিষয়টিই অপমানজনক। সিএনএন
[৩] আইলিশ বলেন, তিনি ক্ষুব্ধ যে অনেক লোক পর্নো পছন্দ করে, যৌনতার সময় নারী ও পুরুষের কীভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে পর্নো সঠিক ধারণা দেয় না বরং উদ্বেগ সৃষ্টি করে। [৪] তিনি বলেন, পর্নোর কারণে সত্যিই অবিশ্বাস্যভাবে বিধ্বস্ত বোধ করছি।[৫] তিনি বলেন পর্নো হিংসাত্মক এবং এজন্যে অনেকে এটিকে আকর্ষণীয় মনে করে ফলে সে বিভ্রান্ত হয়ে পড়ে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব