ইমরুল শাহেদ: বিদায়ী বছরে নতুন যারা চলচ্চিত্রে এসেছেন তাদের মধ্যে অমিত সম্ভাবনা নিয়ে কাজ শুরু করেছেন নিশাত নাওয়ার সালওয়া। তিনি বর্তমানে শাপলা মিডিয়ার ‘বুবুজান’ ছবিতে কাজ করছেন। এই ছবিটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনি। ছবিটির নাম ভূমিকায় মাহিয়া মাহি অভিনয় করলেও রোমান্টিক চরিত্রে অভিনয় করছেন সালওয়া। তার বিপরীতে নায়ক শান্ত খান। পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, এ সিনেমার প্রেক্ষাপট নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ- ‘স্টপ ভায়োলেন্স এগেইনস্ট ওমেন’। ছবিটির এখন শুটিং চলছে এফডিসির বিভিন্ন ফ্লোরে। ৩০ ডিসেম্বর রাতে সাত নম্বর ফ্লোরে সেট ফেলে শুটিং করতে দেখা গেলো শামীম আহমেদ রনিকে। এদিন শুটিংয়ে অংশ নেন শান্ত ও সালওয়া।
শান্ত খান গণমাধ্যমকে জানান, ‘নায়কোচিত কোনো ব্যপার নয়, বরং অভিনয় দিয়ে স্ক্রিনে টিকে থাকতে হবে। আমার বিপরীতে থাকছে সালওয়া। তার সঙ্গে আলাপ করে মনে হয়েছে সে ভালো কাজের পাগল।’ সালওয়ার প্রথম কাজ হলো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এরপর প্রয়াত অভিনেত্রী ও পরিচালক কবরীর অনুদানের ‘এই তুমি সেই তুমি’ ছবিতে অভিনয় করেছেন। নির্মাণাধীন আছে ‘বীরত্ব’ ছবিটি। নিশাত নাওয়ার সালওয়া জানান, গ্ল্যামার নির্ভর তিনটি সিনেমা আগেই করেছেন। এবার গল্প নির্ভর ছবিতে কাজ করছেন। বলেন, ‘বুবুজান’ এর গল্পটা শুনে মনে হয়েছে পরিকল্পনামতো স্ক্রিনে হাজির হতে পারলেই একেবারে ভিন্ন কিছু হবে। তাছাড়া শান্তর সঙ্গে দেখা হয়ে কথা বলার পর তার আন্তরিকতা ও বিনয় তাকে মুগ্ধ করেছে। যদি কাজটি ঠিকভাবে হয়, তবে নারী নির্যাতনের বিপক্ষে সিনেমাটি শক্ত হাতিয়ার ও প্রতিবাদ হিসেবে গণ্য হবে।