রাশিদুল ইসলাম : [২] ওমিক্রন ভ্যারিয়েন্ট তুলনামূলক কম প্রাণঘাতী এবং মৃদু উপসর্গের এমন দাবির পক্ষে আরও প্রমাণ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার জেনেভায় এক সংবাদিক সম্মেলনে ‘হু’এর ইনসিডেন্ট ম্যানেজার আবদি মাহমুদ জানান, বিভিন্ন দেশের ওমিক্রন গবেষণা ও নিজস্ব অনুসন্ধানের তথ্য-প্রমাণও মিলিয়ে দেখা গেছে ওমিক্রন মূলত দেহের উপরের অংশে আক্রমণ করে। সিএনএন
[৩] তবে তিনি এও বলেন, ওমিক্রন অত্যন্ত সংক্রামক একটি ভ্যারিয়েন্ট হওয়ায় আগামি কয়েক সপ্তাহের মধ্যে এটি বিশ্বের বিভিন্ন অংশে কোভিডের প্রভাবশালী ভ্যারিয়েন্ট হয়ে উঠবে। যেসব দেশে এখনো জনসংখ্যার বড় অংশ ভ্যাকসিন গ্রহণ করেনি তারা সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছে। [৪] কম প্রাণঘাতী হলেও বজ্রের গতিতে কোভিডের এই ভ্যারিয়েন্টটি ১৩০ দেশে ছড়িয়ে পড়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ