শিমুল মাহমুদ: [২] নাগরিক ঐক্যের এ আহ্বায়ক বলেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করতে পারবেন না, নিজেদের লোকদেরও বাঁচাতে পারবেন না, অতএব চলে যান।
[৩] পরবর্তী নির্বাচন পর্যন্ত যে সরকার হবে, সেটা অন্তর্বতী সরকার বলেন আর মধ্যবর্তী সরকার বলেন, যে সরকারই বলেন না কেন, সেই সরকার দেশকে একটা কল্যালণরাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারবে। নাগরিক ঐক্য দাবি করছে, সে রকম একটা দেশ গড়তে পারবে।
[৪] বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের এক সেমিনারে মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা জনগণের অধিকার রক্ষা করবো, আমরা স্বাস্থ্যসেবা দেবো, শিক্ষা দেবো, নিরাপদ সড়ক দেবো, নারীর সমভ্রম রক্ষা করবো, গণতন্ত্র দেবো, ভোট দেবো। সমস্ত কর্মসূচি আমাদের কল্যাণরাষ্ট্রের কর্মসূচি।সম্পাদনা: খালিদ আহমেদ