এল আর বাদল: [২] নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বাগতিকদের বিরুদ্ধে বাংলাদেশের মতো খর্বশক্তির দলের জয়কে অনেকে অঘটন বলছে। একমত নন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক মনে করেন, পাঁচদিন অসাধারণ খেলে এবং এগিয়ে থেকেই ম্যাচটি জিতেছে বাংলাদেশ।
[৩] পুরো পাঁচদিনই দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশ। যেমনই ধৈর্যশীল ব্যাটিং করেছে ব্যাটাররা, তেমনই আগ্রাসী বোলিং করেছে বোলাররা। সবমিলিয়ে এই টেস্টে জয় পেতে দারুণ নিবেদন দেখিয়েছে টাইগার বাহিনী। [৪] গতকাল ক্রিকফ্রেঞ্জি লাইভে তামিম আরো বলেন, নিউজিল্যান্ড টেস্টে আমাদের চাইতে অনেক ভালো দল। এতে কোনো সন্দেহ নেই। তবে এই টেস্ট ম্যাচে আমরা ভালো খেলেছি। সম্পাদনা : হাসান হাফিজ