সুমাইয়া মিতু: [২] ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে মানহানি করার অভিযোগে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেইল অন সানডেকে এ জরিমানা করা হয়েছে। মামলাটি মূলত করা হয়েছে ডাচেস অব সাসেক্স মেগানের বাবাকে লেখা একটি চিঠি সংবাদপত্রে প্রকাশ করার জন্য।দ্য গার্ডিয়ান
[৩] এই মামলায় দ্য মেইল সানডে ও মেইল অনলাইন আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে। আইনজীবী মার্ক স্টিফেনস বলেছেন, এই রায় খুবই দুর্বল। সাধারণত এ ধরনের মামলায় পৌঁনে এক লাখ থেকে সোয়া এক লাখ পাউন্ড পর্যন্ত অর্থদ- হওয়া উচিত ছিল। [৪] রায়ের পর মেগান বলেন, অর্থের চেয়ে এখানে নৈতিকতার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ।সম্পাদনা: খালিদ আহমেদ