ইমরুল শাহেদ: বিদ্যা সিনহা মিম বিয়ের পর গণমাধ্যমকে জানিয়েছেন, সমুদ্র সৈকত তার খুব পছন্দ। এজন্য তিনি ১১ জানুয়ারি চারদিনের জন্য হানিমুনে মালদ্বীপে যাবেন। একটি রিসর্টে থেকে নিজেদের মতো করে কয়েকদিন কাটাবেন। প্রশ্ন হচ্ছে, ভারতসহ আশপাশের দেশগুলোতে যেভাবে করোনার ছোবল বাড়ছে তাতে মালদ্বীপের পরিস্থিতি কেমন থাকবে সেটাও তাদের বিবেচনায় রয়েছে। মালদ্বীপকে হানিমুনের জন্য বেছে নেওয়ার জন্য আর কোনো রহস্য আছে কিনা? এর জবাবে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ছবিতে দেখেছি, পড়েছি নানান জায়গায় মালদ্বীপ সম্পর্কে। সেখানকার সমুদ্রের রং খুবই পরিষ্কার, পানির রং নীল, বালুর রং সাদা। ছোট ছোট দ্বীপগুলো যেন নানান রঙের মাছের অ্যাকুয়ারিয়াম। ট্যুরিস্টদের অশান্ত মনকেও নাকি শান্ত করে দেয়। যাঁরা সমুদ্র পছন্দ করেন, নির্জনতায় হারিয়ে যেতে চান, সমুদ্রে নিজেকে স্নান করাতে চান, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মেতে উঠতে হলে মালদ্বীপই আকর্ষণীয়, প্রিয় ও আদর্শ স্থান বলে মনে হয়। তাই সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ অনেকদিন ধরেই গুঞ্জন, ব্যাংকার বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়। গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটি বদলের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন মিম। নিজের ফেসবুকেও তিনি এসব তথ্য আকারে-ইঙ্গিতে রেখেছেন। তবে নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। তার ছবিও তিনি নিজেই ফেসবুকে পোস্ট করেন। ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মডেল ও অভিনয়শিল্পী মিম ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের প্রেমের বয়স ছয় বছর।