মহসীন কবির ও শিমুল মাহমুদ: [৩] তিনি বলেন, কীসের সংলাপ? আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে যাওয়া অর্থহীন। এই সংলাপ এরই মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। এই সংলাপে কোনো লাভ হবে না। [৪] তিনি বলেন, যদি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। আমাদের একটাই কথা, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন। [৫] বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। সারাদেশে আমাদের প্রত্যেকটি সমাবেশ থেকে লাখো মানুষের কণ্ঠে একটি আওয়াজ এসেছে- বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। [৬] শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এখন গণদাবি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব