শিমুল মাহমুদ: [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এক-এগারোর ধারাবাহিকতায় ২০১৪ সালে সম্পূর্ণভাবে দলবিহীন, ২০১৮ সালে বিশ্বে ভোটডাকাতির অভিনব ইতিহাস রচনা করে একটি অপশক্তি।
[৩] রুহুল কবির রিজভী বলেন, দুইদিন আগে ছিল বাংলাদেশের ইতিহাসে এই অভিশপ্ত ভয়ংকর কালো দিবসের পনের বছরপূর্তি। দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করার জন্য দীর্ঘদিনের দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্তের নীলনকশা বাস্তবায়ন করেছে মঈনুদ্দিন-ফখরুদ্দিন গংয়ের তথাকথিত অবৈধ সরকার।
[৪] বিএনপি নেতা বলেন, আমাদের সভা-সমাবেশগুলোতে মানুষের ঊর্মিমুখর ঢল নামছে। ১৪৪ ধারা ভেঙে জনস্রোত নেমে আসছে রাজপথে। এখন সংশপ্তক অঙ্গীকার-জীবন দিয়ে হলেও এ মাফিয়াদের হটিয়ে দেশের মানুষকে মুক্ত করতে হবে। [৫] বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। সম্পাদনা: হাসান হাফিজ