ওয়ালিউল্লাহ সিরাজ: [২] গত বছর বাংলাদেশি গবেষকদের ১১ হাজারের বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ হয়েছে, বেশিরভাগই আন্তর্জাতিক জার্নালে। টিবিএস
[৩] একই সময়ে ভারতে প্রকাশিত হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৪৯টি। পাকিস্তান প্রকাশ করেছে ৩৫ হাজার ৬শ ৬৩টি।
[৪] গবেষণায় সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি অর্থ দিয়ে সহযোগিতা করেছে চীন।
[৫] গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে এগিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়।
[৬] বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে দেশের ১২৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় গবেষণায় ব্যয় করেছে ১৫৩ কোটি টাকা। [৭] বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেসের সাবেক সভাপতি প্রফেসর ড. এম শমসের আলী বলেন, দেশে প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা যথেষ্ট নয়, খুবই নগণ্য। আর গবেষণা না বাড়ার বড় কারণ বাজেট না থাকা। সম্পাদনা: রাশিদ রিয়াজ, সালেহ্ বিপ্লব