মহসীন কবির: [২] ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক আসসামছ জগলুল হোসেন আসামীর অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন আসিফ আকবর।
[৩] ২৩ জুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। ২০১৮ সালের ৪ জুন গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। [৪] মামলায় অভিযোগ, আসিফ আকবর গীতিকার, সুরকার ও শিল্পীর কারও অনুমতি ছাড়াই ৬১৭টি গান বিক্রি করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলোর ডিজিটাল রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব