খালিদ আহমেদ: [২] ড. হাছান মাহমুদ জানিয়েছেন, তারা ক্রমাগত এ কাজ করে যাচ্ছেন। দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছেন। দেশে হানাহানি লাগানোর জন্য অপপ্রচার চালান, বিদেশিদের কাছে অপপ্রচার চালান; সেগুলো তো রাষ্ট্রদ্রোহী কার্যক্রম।
[৩] বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কেউ যদি রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করেন বা যুক্ত থাকেন, রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। সেই সিদ্ধান্ত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্তিসভা কমিটির সভায় নেওয়া হয়েছে। কারা এগুলো করেন, আমরা অনেকটা জানি। আরও কারা কারা এর সঙ্গে যুক্ত, তাদেরও তালিকা করা হবে।
[৪] তালিকায় কারা আছে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সেটি এখানে বলার বিষয় নয়। কারা এগুলো করছেন আমরা জানি, আপনারাও জানেন। সম্পাদনা: হাসান হাফিজ