মাসুদ আলম: [৩] ওমিক্রন প্রতিরোধে সরকারের দেওয়া ১১ বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে মাঠে ছিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
[৪] অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য করোনা টিকার সনদ প্রদর্শনের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। কাঁচাবাজার ও পাড়া-মহল্লার অবস্থা তথৈবচ।
[৪] দুপুরে শাহবাগে ভ্রাম্যমাণ আদালত বসান ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাস। মাস্ক না পরায় জনপ্রতি ১০০ থেকে ২০০ টাকা করে মোট ২ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। [৫] ডা. সঞ্জীব দাস বলেন, কয়েকজনকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। ‘পরবর্তীতে মাস্ক পরবো’ এই মুচলেকাও নেওয়া হয়েছে।
[৬] মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, বাসের চালক ও সহকারী অধিকাংশের মুখে মাস্ক নেই। কথা বলে জানা যায়, অনেকেই করোনার টিকা নেননি। যাত্রীদেরও সতর্কতা ছিলো না খুব একটা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব