মামুন হোসেন : [২] ৪০০ কেজি ওজনের তালা বানিয়ে তাক লাগিয়ে দিলেন উত্তরপ্রদেশের আলিগড় জেলার বাসিন্দা ও তালা ব্যবসায়ী সত্যপ্রকাশ শর্মা। দশ ফুটের এই তালা তৈরি করতে সময় লেগেছে ছয় মাস। শুধু তাই নয়, ২ লক্ষ টাকা খরচ করে এই তালা বানিয়েছেন সত্যপ্রকাশ। তিনি জানান, রামমন্দির নির্মাণের পর কর্তৃপক্ষের হাতে তালাটি তুলে দেবেন তিনি। আনন্দ বাজার
[৩] সত্যপ্রকাশ জানান, এই তালার পুরো কাজ শেষ করতে আরও টাকার প্রয়োজন । তাই এর জন্য লোকজনের কাছে সাহায্যও চেয়েছেন। [৪] এই প্রথম নয়, এর আগেও গত বছরে ৩০০ কেজি ওজনের তালা বানিয়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন সত্যপ্রকাশ। সম্পাদনা: খালিদ আহমেদ