সালেহ্ বিপ্লব: [২] ডা. সেলিনা হায়াৎ আইভী ডিবিসি টেলিভিশনের জনতার দরবার অনুষ্ঠানে বলেন, সিসি ক্যামেরা কেনো? কাকা জনজোয়ার দেখে ভয় পেয়েছেন। ২০১৬ সালে তো অনেক ভোট পেয়েছেন। ভয় কী? আপনি পাস না করলেও আপনার মেয়ে তো করবে। একসাথে কাজ করবো।
[৩] আইভি আরো বলেন, ১ লাখ ভোটের ব্যবধানে জয়ী হবো বলে আশা করি। সম্পাদনা: খালিদ আহমেদ