শিমুল মাহমুদ: [২] করোনাভাইরাস বৃদ্ধির ফলে সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে বিএনপি।
[৩] করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
[৪] এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একদিকে ১১ দফা একটা সরকারি নির্দেশনা আছে। অপরদিকে সিটি করপোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আরো আরো অনেক কাজ উন্মুক্ত আছে। সরকারের বিধিনিষেধের সাথে নারায়নগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠান সাংঘর্ষিক।’
[৫] তিনি বলেন, ‘এই মুহুর্ত পর্যন্ত সরকার নির্বাচন কমিশনকে অনুরোধ করেনি যে, সার্বিক অবস্থা বিবেচনা করে এটা স্থগিত করার। সুতরাং এটা যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই ব্যাপারে সন্দেহ থাকার আর কোনো কারণ নাই।’সম্পাদনা: খালিদ আহমেদ