লিহান লিমা: [২] অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আর বাকি মাত্র দু’দিন। এর মধ্যেই দ্বিতীয় বারের জন্য তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। আল জাজিরা [৩] তাকে সার্বিয়া ফেরত পাঠানো না হলেও পুনরায় আটক করে মেলর্বোনের একটি বাড়িতে রাখা হয়েছে। শনিবার তাকে অভিবাসন দপ্তরকে সাক্ষাতকার দিতে হবে এবং রোববার মেলবোর্নের ফেডারেল কোর্টে চূড়ান্ত শুনানি হবে। [৪] জোকোভিচের আইনজীবীরা চাইছেন তাকে দেশে ফেরত না পাঠানোর স্থগিতাদেশ, কারণ তা হলে এই তারকা তিন বছরের জন্য অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হবেন। বিবিসি [৫] অন্য দিকে, অস্ট্রেলিয়া সরকারের আইনজীবীরা আদালতে বলেছেন, জোকোভিচের উপস্থিতি সে দেশের টিকাকরণ কর্মসূচীকে বাধাগ্রস্ত করবে। [৬] সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিক বলেছেন, অস্ট্রেলিয়া এই শীর্ষ টেনিস তারকার সঙ্গে অযথাযথ আচরণ করছে।’সম্পাদনা : মোহাম্মদ রকিব