শিমুল মাহমুদ: [২] নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আলোচনায় থাকা দ্ইু মেয়র প্রার্থীই মনে করছেন তার লক্ষাধিক ভোটে এগিয়ে থাকবেন।
[৩] আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, কীভাবে আমাকে হারানো যায়, সেটি সবাই মিলেমিশেই চেষ্টা করে যাচ্ছে। তারপরও আমি মনে করি, আমার জয় সুনিশ্চিত।
[৪] তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু স্বাভাবিক হয়, কোথাও যদি কেন্দ্র বন্ধ না হয় তাহলে আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করব। [৫] বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, লক্ষাধিক ভোটে পাস করব। মরে গেলেও মাঠ ছাড়বো না। ভোট যাই হোক, আমরা মাঠে থাকব। গ্রেপ্তার হলে হবো কিন্তু নির্বাচন চালিয়ে যাবো। [৬] শনিবার সংবাদ সম্মেলনে তৈমূর বলেন, নির্বাচনকে ঘিরে আমার লোকজনকে প্রেপ্তার করা হচ্ছে। আজও চারজনকে প্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: হাসান হাফিজ