মামুন হোসেন: [২] অনেকে ধারণা করেছিল, বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ অযোধ্যা বা মথুরার যে কোনও আসন থেকে প্রার্থী হতে পারেন। কিন্তু শনিবার দুপুরে প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকা অনুসারে, বিজেপি নেতা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসন্ন বিধানসভা নির্বাচনে দলের শক্ত ঘাঁটি গোরখাপুর থেকে লড়বেন তিনি। এনডিটিভি
[৩] আদিত্যনাথ বলেছেন, দল যে আসনে প্রার্থী হতে বলবে সেখানেই থেকেই নির্বাচন লড়বেন তিনি। গোরখাপুর আদিত্যনাথের শক্ত ঘাঁটি। ২০১৭ সাল পর্যন্ত টানা পাঁচবার লোকসভায় এই আসন থেকে জয়ী হয়েছেন তিনি। [৪] কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন দলের শীর্ষনেতারা। সম্পাদনা : মোহাম্মদ রকিব