জেরিন আহমেদ : [২] ১৮৭৬ সালে নারায়ণগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসূল পৌরসভাকে বিলুপ্ত করে ২৭ টি ওয়ার্ড সমন্বয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। [৩] ২০১১ সালে প্রথম নির্বাচন নিয়ে সারা দেশ আগ্রহভরে অপেক্ষমান ছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রদত্ত ভোটের ৬৫ শতাংশ (১ লাখ ৮০ হাজার ৪৮) পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমান পান ৭৮ হাজার ৭০৫ (২৮ শতাংশ) ভোট। সে নির্বাচনে শেষ মুহূর্তে সরে দাঁড়ান বিএনপি প্রার্থী তৈমূর। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী। [৪] ২০১৬ সালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আইভী। তিনি বিলুপ্ত নারায়াণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব