সোহেল হোসেন ও মহসীন কবির: [৪] জাহিদ মালেক বলেন, সরকারের দেওয়া ১১ দফা না মানলে দেশের পরিস্থিতি খারাপ হবে। লকডাউন দিলে দেশের ক্ষতি হবে, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। [৫] শনিবার মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।[৪] তিনি বলেন, বাণিজ্য মেলাসহ অনেক স্থানেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। [৫] মন্ত্রী বলেন, শুক্রবার প্রায় ৪ হাজার ৪০০ লোক আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ১৩ শতাংশের বেশি ছাড়িয়ে গেছে। প্রতিদিনই এই সংক্রমণের হার ২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। [৬] তিনি বলেন, টিকার কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে সোয়া ১৪ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রায় ৭০ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব