ইমরুল শাহেদ: [২] এ তথ্য জানিয়েছে ঢাকা প্রকাশ। অনলাইনটিকে পরীমনি বলেছেন,‘আমার শারীরিক কণ্ডিশন ভালো না। শুক্রবার রাত পর্যন্ত শুটিং করেছি। ডাক্তার পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। আমার অনাগত সন্তান গর্ভে। তাই এই মুহূর্তে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। আর নির্বাচনে আমি একদমই সময় দিতে পারছি না। এজন্য সিদ্ধান্ত নিয়েছি আমি আর নির্বাচন করবো না।’ [৩] নির্বাচন কমিশনের একজন সদস্য শনিবার দুপুরে বলেছেন, এদিন দুপুর ২টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। পরীমনির কোনো প্রত্যাহারপত্র তারা পাননি। [৪] ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের প্রার্থী এবং সমন্বয়ক সাইমন সাদিক বলেছেন, পরীমনি তাকে অসুস্থতার কথা বলে ফোন করেছিলেন। কলকাতা থেকে ফিরতে দেরি হলে নির্বাচনে উপস্থিত থাকতে পারবেন না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব