মাছুম বিল্লাহ: [৩] শনিবার এক সম্পাদকীয়তে বলা হয়েছে, গত ১০ বছরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি। অনেক ক্ষেত্রে নিরস্ত্র ও অসহায় স্থানীয়দের ঠান্ডা মাথায় হত্যার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, এখনও পর্যন্ত কাউকে হত্যার অভিযোগ আনা হয়নি।
[৪] পত্রিকাটি লিখেছে, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার শেষ কোথায়? বিএসএফ নির্বিচারে গুলিবর্ষণে প্রতি বছর বহু বাংলাদেশী নিহত হচ্ছে। ভারতের অন্যান্য প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, মিয়ানমার, পাকিস্তান এবং চীন সীমান্তে কখনও সাধারণ নাগরিক গুলিতে নিহত হয় না। এসব দেশের সীমান্ত এলাকার সাধারণ নাগরিকরা খুব শান্তিতে বসবাস করছে। তবে কেন বন্ধু রাষ্ট্র বাংলাদেশ নিয়ে বিএসএফের এমন বিরক্তিকর আচরণ? সম্পাদনা: সালেহ্ বিপ্লব