মামুন হোসেন: [২] পাকিস্তান শুক্রবার প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা নীতি প্রকাশ করেছে। এতে আঞ্চলিক শান্তি ও অর্থনৈতিক সংযোগের ওপর জোর দেয়া হয়েছে এবং চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বরা হয়েছে। রয়টার্স
[৩] বিভিন্ন সেক্টরের নীতিগুলিকে একত্রিত করে বিস্তৃত পরিসরে কাজ করার উদ্দেশ্যে গত সাত বছর ধরে তৈরি করা হয় এই জাতীয় নিরাপত্তা নীতি। [৪] প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে নীতির সর্বজনীন সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে বলেছেন, এই নীতির কার্যকর বাস্তবায়ন পাকিস্তানের অর্থনৈতিক নিরাপত্তায় ব্যাপক অবদান রাখবে। নীতিটি প্রতিবেশীদের সাথে শান্তি এবং পাকিস্তানকে বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্র হিসাবে গড়ে তোলার সুযোগ করে দেবে। সম্পাদনা : মোহাম্মদ রকিব