জেরিন আহমেদ : [২] বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের পরিচিতি বিশ্বব্যাপী। ম্যায়নে পেয়ার কিয়া থেকে শুরু করে অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ। তবে খ্যাতির পাশাপাশি বিড়ম্বনাও যেন পিছু ছাড়ছে না এ তারকার। সিনেমার ভ্যানিটি ভ্যানের মতো আদালত পাড়াও যেন তার ভীষণ পরিচিত জায়গা এখন। তারই উদাহরণস্বরূপ, সম্প্রতি আবারও সালমান খানের নামের পাশে ‘আদালত’ শব্দটি জায়গা নিয়েছে। তবে এবার এর কারণ কোন গাড়ি বা কোন সিনেমা-অভিনেত্রী নয়, কারণ এবার তার শখের পানভেল খামার বাড়ি। জি নিউজ
[৩] ২০১৮ সালে এই সুপারস্টারের পানভেল প্রতিবেশী কেতন কাক্কড় এবং তার স্ত্রী অনিতা কাক্কড় এক ইউটিউবার-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিযোগ করেন, জমির মালিক হওয়া স্বত্বেও ভাইজান তাদের পানভেল ফার্মহাউসের পাশে একটি বাংলো তৈরি করতে দিচ্ছেন না।[৪] তাই এই অভিযোগের প্রতিক্রিয়া জানিয়ে, সালমান খান তার প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই সাক্ষাৎকারে উপস্থিত আরও দুই সদস্যের বিরুদ্ধেও মামলা করেন এই তারকা। পাশাপাশি তার আইনজীবীরা মামলার বিচারাধীন অবস্থায় অভিযুক্তদের আর কোনো মানহানিকর বিবৃতি দেওয়া থেকে বিরত রাখার জন্য অন্তর্র্বতী নিষেধাজ্ঞা চেয়েছেন।