ইফতেখার শাহীন, সাগর আকন : [২] শনিবার সদর উপজেলার সদর ইউনিয়নের পাজড়াভাঙা এলাকায় ধানক্ষেত থেকে গ্রামবাসী ওই শকুনটিকে উদ্ধার করে। [৩] স্থানীয় সোহাগ হাফিজ বলেন, লোকালয়ে এখন আর শকুন দেখা যায় না। শকুনটি উদ্ধারের সময় খুবই দুর্বল ছিলো। [৪] বরগুনা সদর উপজেলা বন কর্মকর্তা মতিউর রহমান বলেন, লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির একটি অসুস্থ শকুন উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী। শকুনটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করা হবে। সম্পাদনা : মুরাদ হাসান