ইমরুল শাহেদ: [২] মামলার বাদিপক্ষ আফ্রিকার দেশ গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল দাওদা জাল্লৌ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।[৩] তিনি এই শুনানিকে ‘হাইব্রিড’ উল্লেখ করে বলেন, ‘শুনানিতে কয়েকজন উপস্থিত থাকবেন সশরীরে। অন্যরা যুক্ত হবেন ভার্চুয়াল বা অনলাইন মাধ্যমে।’
[৪] ২০১৯ সালে যখন এই মামলার কার্যক্রম শুরু হয়, তখন মিয়ানমারের নেতৃত্ব দেন সুচি। এখন তিনি কারাবন্দি। দেশটির মনোনীত কোনো প্রতিনিধি এই মামলার শুনানির সময় উপস্থিত থাকবেন বলে রয়টার্সকে জানিয়েছেন দাওদা জাল্লৌ।
[৫] আন্তর্জাতিক আদালতের মুখপাত্র অবশ্য মামলার শুনানি শুরুর বিষয়টি নিশ্চিত করলেও কবে থেকে তা শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানাতে চাননি। সম্পাদনা : মোহাম্মদ রকিব